$type=ticker$count=12$cols=4$cate=0

জনসাধারণের অসুবিধা সৃষ্টিকারী উৎপাত অপসারণে আইনি প্রক্রিয়া সম্পর্কে জেনে নিন

অনেক সময় দেখা যায় জনগণের ব্যবহার্য কোন পথ, নদী বা খাল অবৈধ দখলদারগণ এমনভাবে দখল করে যাতে করে সেই পথ, নদী বা খাল ব্যবহার করতে সাধারণ ...অনেক সময় দেখা যায় জনগণের ব্যবহার্য কোন পথ, নদী বা খাল অবৈধ দখলদারগণ এমনভাবে দখল করে যাতে করে সেই পথ, নদী বা খাল ব্যবহার করতে সাধারণ মানুষদের অসুবিধা হয়; অথবা এমনও হয় যে কোন ব্যবসায়ী তার ব্যবসায় বা পেশা এমন ভাবে পরিচালনা করেন অথবা কোন মালপত্র বা পণ্য দ্রব্যের এমনভাবে সংরক্ষণ করেন যা করে পার্শ্ববতী বাসিন্দাদের স্বাস্থ্য বা শারীরিক আরাম আয়াসের পক্ষে ক্ষতিকর; অথবা এমনও দেখা যায় যে কোন গৃহ, তাবু বা কাঠামো বা কোন বৃক্ষ এমন অবস্থায় আছে যে, তা পড়ে যেতে পারে এবং ফলে নিকটবতী স্থানে বসবাসকারী বা ব্যবসায় পরিচালনাকারী বা নিকটবতী স্থান দিয়ে পথ অতিক্রমকারী ব্যক্তিদের ক্ষতির কারণ হতে পারে। এমন সব ক্ষেত্রে সচেতন একজন নাগরিক হিসেবে নিজের সুবিধা অসুবিধার পাশাপাশি আমরা সাধারণ মানুষের সুবিধা অসুবিধা নিয়েও উদ্বিগ্ন থাকি।চিন্তা ভাবনা করতে থাকি আইনগতভাবে এসব অসুবিধা কিভাবে দুর করা যায় যে সম্পর্কে। উপরে যে সমস্যাবলির কথা বললাম আইনের ভাষায় তাকে ‘পাবলিক নুইসেন্স বা জনসাধারণের উৎপাত’ বলা হয়। আমাদের ফৌজদারি কার্যবিধির দশম অধ্যায়ে এ ব্যাপারে বিস্তারিত বিধানাবলী রয়েছে।তবে এই অধ্যায়ের কোন বিধানই মহানগরী এলাকার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।চলুন দেখা যাক জনসাধারণের অুসবিধার সৃষ্টি করে এমনসব উৎপাত অপসারণের ক্ষেত্রে আইন আমাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছে।
[post_ads]
উৎপাত সম্পর্কে ম্যাজিষ্ট্রেটকে জানানো
যখন কোন জেলা ম্যাজিষ্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিষ্ট্রেট পুলিশ রিপোর্ট অথবা অন্য কোন মাধ্যমে সংবাদ পাওয়ার পর প্রয়োজনানুসারে সাক্ষ্য (যদি থাকে) গ্রহণ করে যদি মনে করেন যে, জনসাধারণ আইন সঙ্গতভাবে ব্যবহার করছে বা করতে পারে এরূপ কোন পথ, নদী বা খাল হতে বা কোন প্রকাশ্য স্থান হতে কোন বে-আইনী বাধা বা উৎপাত অপসারণ করা প্রয়োজন; অথবা

কোন ব্যবসায় বা পেশার পরিচালনা অথবা কোন মালপত্র বা পণ্য দ্রব্যের সংরক্ষণ পার্শ্ববতী বাসিন্দাদের স্বাস্থ্য বা শারীরিক আরাম আয়াসের পক্ষে ক্ষতিকর এবং এর ফলে এরূপ ব্যবসায় বা পেশা নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন এবং এরূপ মাল পত্র বা পণ্যদ্রব্য অপসারিত হওয়া দরকার বা এর সংরক্ষণ নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন; অথবা

কোন গৃহের নির্মাণ কাজ অথবা ব্যাপক অগ্নিকাণ্ড বা বিস্ফোরণ ঘটাবার আশংকাযুক্ত কোন দ্রব্য হস্তান্তর প্রতিহত করা বা বন্ধ করা প্রয়োজন; অথবা

কোন গৃহ, তাবু বা কাঠামো বা কোন বৃক্ষ এমন অবস্থায় আছে যে, তা যেকোন সময় পড়ে যেতে পারে এবং ফলে নিকটবতী স্থানে বসবাসকারী বা ব্যবসায় পরিচালনাকারী বা নিকটবতী স্থান দিয়ে পথ অতিক্রমকারী ব্যক্তিদের ক্ষতির কারণ হতে পারে, এবং এই কারণে উক্ত গৃহ, তাবু বা কাঠামো অপসারণ মেরামত বা অবলম্বন; অথবা উক্ত বৃক্ষের অপসারণ বা অবলম্বন প্রয়োজন; অথবা

জনসাধারণের প্রতি বিপদ প্রতিরোধের জন্য কোন পথ বা প্রকাশ্য স্থানের নিকট যদি কোন পুকুর, কুপ বা খন্দকের চারিদিকে ঘেরা দেয়া প্রয়োজন; অথবা কোন বিপজ্জনক প্রাণী ধ্বংস করা, আটক করা বা অন্য কোনভাবে হস্তান্তর করা প্রয়োজন;

তাহলে উক্ত ম্যাজিষ্ট্রেট যে ব্যক্তি এরূপ বাধা বা নোংরামীর জন্য দায়ী, অথবা এরূপ ব্যবসায় বা পেশা পরিচালনা করছে অথবা এরূপ মালপত্র বা পণ্য দ্রব্য রেখেছে অথবা এরূপ গৃহ, তাবু, কাঠামো, বস্তু, পুকুর, কুপ বা খন্দকের মালিক, দখলকার বা নিয়ন্ত্রণকারী অথবা এরূপ প্রাণী বা বৃক্ষের মালিক বা দখলকার, তার প্রতি নির্ধারিত সময়ের মধ্যে নিম্নলিখিত কার্য করার জন্য শর্ত সাপেক্ষে আদেশ প্রদান করবেনঃ
 • উক্ত বাধা বা উৎপাত অপসারণ করতে; অথবা
 • উক্ত ব্যবসায় বা পেশা হতে বিরত থাকতে; অথবা
 • নির্দেশিত উপায়ে সেটা অপসারণ বা নিয়ন্ত্রণ করতে; অথবা
 • উক্ত মালপত্র বা পণ্যদ্রব্য অপসারণ, অথবা নির্দেশিত উপায়ে উহার সংরক্ষণ নিয়ন্ত্রণ করতে; অথবা
 • উক্ত গৃহ, তাৰু বা কাঠামো নির্মাণ প্রতিরোধ বা বন্ধ করতে; অথবা
 • উহা অপসারণ করতে বা মেরামত করতে বা ঠেস দিতে; অথবা
 • উক্ত বৃক্ষ অপসারণ করতে বা ঠেস দিতে; অথবা
 • উক্ত দ্রব্যের হস্তান্তর পরিবর্তন করতে; অথবা
 • উক্ত পুকুর, কুপ বা খন্দকের চারিদিকে বেড়া দিতে; অথবা
 • উক্ত আদেশে বর্ণিত উপায়ে উক্ত বিপজ্জনক প্রাণী ধ্বংস, আটক বা হস্তান্তর করতে;অথবা
 • তিনি যদি এরূপ করতে আপত্তি করেন
তাহলে তাকে আদেশে নির্ধারিত সময়ে ও স্থানে উক্ত ম্যাজিষ্ট্রেটের নিকট অথবা অন্য কোন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নিকট হাজির হতে এবং অতঃপর বর্ণিত উপায়ে আদেশটি বাতিল বা সংশোধন করিয়ে নেওয়ার জন্য আদেশ দিবেন। এই ধারার অধীন কোন ম্যাজিষ্ট্রেট কর্তৃপক্ষ যথাযথভাবে প্রদত্ত আদেশ সম্পর্কে কোন দেওয়ানী আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না।ব্যাখ্যায় বলা হয়েছে যে ‘সর্ব সাধারণের’ স্থান বলতে সরকারের সম্পত্তি, ক্যাম্পিং করিবার স্থান এবং স্বাস্থগত কারণে বা আমোদ-প্রমোদের জন্য রক্ষিত খোলা জায়গাও বুঝায়।[ধারা ১৩৩]
[post_ads_2]
আদেশ যেভাবে জারী করতে হবে
অন্যান্য মামলার সমনজারীর যেক্ষেত্রে এই আইনে যে বিধানবলী রয়েছে সম্ভব হলে সংশ্লিষ্ট ব্যক্তির উপর সেই উপায়ে আদেশ জারী করতে হবে।কিন্তু এরূপ আদেশ উক্তরূপে জারী করা না গেলে সরকার কর্তৃক প্রণীত নিয়ম দ্বারা নির্দেশিত উপায়ে উহা ঘোষণার দ্বারা প্রজ্ঞাপিত করতে হবে এবং উহার একটি নকল এরূপ স্থান বা স্থানসমূহে লটকায়ে দিতে হবে যাতে সংশ্লিষ্ট ব্যক্তির নিকট সংবাদটি পৌছানো সর্বাপেক্ষা সুবিধাজনক হয়।[ধারা- ১৩৪]

আদেশ প্রাপ্তির পর আদেশ প্রাপ্ত ব্যক্তির করণীয়
যে ব্যক্তির বিরুদ্ধে এরূপ আদেশ দেয়া হয়েছে, তাকে- ক) আদেশে বর্ণিত উপায়ে ও সময়ের মধ্যে নির্দেশিত কার্য সম্পন্ন করতে হবে; অথবা খ) আদেশানুসারে হাজির হতে হবে এবং উহার বিরুদ্ধে কারণ দর্শাতে হবে।[ধারা-১৩৫]

আদেশ পালন করতে ব্যর্থ হলে কি হবে
যে ব্যক্তিকে নির্দেশ দেওয়া হয়েছে সেই ব্যক্তি যদি নির্দেশিত কাজটি সম্পাদন না করে অথবা আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে ব্যর্থ হন তাহলে তিনি দন্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক দন্ডিত হবেন এবং তার বিরুদ্ধে প্রচারিত আদেশ চুড়ান্ত হয়ে যাবে। [ধারা-১৩৬]

 আদেশ প্রাপ্ত ব্যক্তি হাজির হলে করণীয়
যে ব্যক্তিকে নির্দেশ দেওয়া হয়েছে সেই ব্যক্তি যদি আদেশে নির্ধারিত তারিখ ও সময়ে আদালতে হাজির হয়ে তার স্বপক্ষে কারণ দর্শান তাহলে ম্যাজিষ্ট্রেট উক্ত অভিযোগের বিষয়ে স্বাক্ষ্য গ্রহণ করবেন এবং এক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ২০তম অধ্যায়ের নিয়মকানুন অনুসরণ করবেন।স্বাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পর যদি ম্যাজিষ্ট্রেট এই মর্মে সন্তুষ্ট হন যে, আদেশটি যথাযথ হয়নি, তাহলে তিনি আর কোন পদক্ষেপ নিবেন না। কিন্তু তিনি যদি মনে করেন যে আদেশটি যথাযথ হয়েছে তাহলে তিনি চুড়ান্ত আদেশ দিবেন। 
 • [accordion]
  • লেখক সম্পর্কে জানুন
   • পোস্টটি লিখেছেন- [ মোঃ আজাদুর রহমান ##pencil##] তিনি টকেটিভ বাংলার এডমিন ও সম্পাদক। পেশাগত জীবনে তিনি আইনজীবী হিসেবে ঢাকা জজ কোর্টে কর্মরত আছেন।
  • সাধারণ নোটিশ
   • টকেটিভ বাংলা ব্লগের সকল সম্মানিত লেখককে এই মর্মে জানানো যাচ্ছে যে, অত্র ব্লগে কোন ধরণের কাট-কপি-পেস্ট লেখা প্রকাশ করা হবে না। কোন লেখা কাট-কপি-পেস্ট প্রমাণিত হলে ঐ লেখা কোন ধরণের পূর্ব নোটিশ ছাড়াই মুছে দেওয়া হবে এবং সংশ্লিষ্ট লেখকের কোন পোস্ট পরবর্তীতে অত্র ব্লগে প্রকাশ করা হবে না।
  • লিখুন এবং উপার্জন করুন
   • টকেটিভ বাংলায় আপনাকে স্বাগতম! টকেটিভ বাংলায় মান সম্মত লেখা জমা দিয়ে খুব সহজেই আয় করতে পারেন। টকেটিভ বাংলা বিশ্বাস করে প্রত্যেক ব্যক্তির মধ্যেই মেধা রয়েছে। এখন প্রয়োজন হলো সেই মেধার বিকাশ ঘটানো। মেধাকে লুক্কায়িত না রেখে বিশ্বের মাঝে ছড়িয়ে দিলে দেশ ও জাতির উন্নয়ন ও কল্যাণ হবে। টকেটিভ বাংলা মেধা বিকাশের সেই সুযোগটিই করে দিচ্ছে। পাশাপাশি লেখকদের নিজের পরিচিত বাড়িয়ে তোলা ও প্রতি কন্টেন্টের জন্য টাকা উপার্জনের সুযোগ করে দিচ্ছে। তাই আপনার মাথায় যদি গিজগিজ করে নিত্যনতুন আইডিয়া, চিন্তা, চেতনা তাহলে ঝড় তুলুন কী-বোর্ডে।

    টকেটিভ বাংলা থেকে আয় করতে হলে নিচের শর্তাবলী মেনে চলতে হবে-

    ১। আপনাকে আমাদের ফেসবুক পেইজে লাইক দিতে হবে এবং নিজের প্রোফাইল থেকে কমপক্ষে ১০০ জন ফেসবুক ফ্রেন্ডকে আমাদের ফেসবুক পেইজের (টকেটিভ বাংলা) ইনভাইটেশন পাঠাতে হবে। (বাধ্যতামূলক না তবে এর মাধ্যমে আমরা নিজেদেরকে তুলে ধরতে পারবো)।

    ২। এরপর সাইটে ভিজিট করে কম পক্ষে ৫ টি লেখা নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে হবে ও সেগুলোতে গঠন মূলক কমেন্ট করতে হবে। (বাধ্যতামূলক না, তবে এর মাধ্যমে আমরা নিজেদেরকে তুলে ধরতে পারর। আর এই ক্ষেত্রে সকলের সহযোগিতা কাম্য।)

    ৩। প্রথমে টকেটিভ বাংলা সাইট টি ভিজিট করে আমাদের প্রকাশিত কন্টেন্ট সম্পর্কে আইডিয়া নিতে হবে। এরপর ৫০০-৭০০ শব্দের  ১টি সম্পূর্ণ মৌলিক, কপি-পেস্ট বিহীন কন্টেন্ট আমাদের ওয়েবসাইটে পাঠাতে হহবে। লেখাটির মান ও অন্যান্য বিষয় বিবেচনা করা স্বাপেক্ষে প্রকাশিত হবে। কোন লেখা কপি-পেস্ট বলে প্রমাণিত হলে তাকে টকেটিভ বাংলা থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে। প্রথম কন্টেন্ট যাচাইয়ের জন্য নেয়া হবে। লেখার বিষয়বস্তু আপনি নিজে পছন্দ করতে পারবেন।

    ৪। ২য় লেখা থেকে আপনি পেমেন্টের জন্য যোগ্য বিবেচিত হবেন। লেখার মান অনুযায়ী প্রতি লেখার জন্য  ৫০ টাকা পাবেন এবং ১০ টি লেখা পেমেন্ট এর জন্য বিবেচিত না হওয়া পর্যন্ত পেমেন্ট এর জন্য অনুরোধ করতে পারবেন না।  কোন পোস্ট  প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে নূন্যতম ১০ টি পজিটিভ ভোট প্রাপ্ত না হলে উক্ত পোস্ট পেমেন্ট এর জন্য বিবেচিত হবে না। বিকাশের মাধ্যমে পেমেন্ট প্রদান করা হবে।

    ৫। এছাড়া একজন নিয়মিত লেখককে টকেটিভ বাংলায় প্রকাশিত নিজের লেখা+অন্য লেখাদের কমপক্ষে ৪ টা লেখা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুকে শেয়ার দিতে হবে। তাছাড়া ওয়েব  সাইটে নিয়মিত গঠনমুলক মন্তব্য করতে হবে।

    ৬। দেশের প্রচলিত আইনের বিরোধী, কোন বিশেষ ধর্ম, ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা দেশকে কটাক্ষ করে কিছু লেখা যাবে না। এ ধরণের লেখা প্রকাশিত হবে না।

    ৭। একটি পোস্ট নূন্যতম ৫০০ শব্দের না হলে সেই পোস্ট পেমেন্ট পাওয়ার যোগ্য বিবেচিত হবে না।

    ৮। কোন কবিতার ক্ষেত্রে সর্ব নিম্ন ১৪ লাইনের কবিতা না হলে এবং নূন্যতম ১৪ টি পজিটিভ ভোট ও ১৪ টি মন্তব্য না পাওয়া পর্যন্ত উক্ত কবিতা পেমেন্ট এর জন্য মনোনীত হবে না।

    ৯। কোন কপি, পেস্ট করা পোস্ট বা ভুল তথ্য সম্বলিত পোস্ট পেমেন্ট পাওয়ার জন্য বিবেচিত হবে না।

    ১০। টকেটিভ বাংলা ব্লগে লেখার নিয়ম, নীতিমালা ও শর্তাবলী বহির্ভূত কোন পোস্ট পেমেন্ট পাওয়ার জন্য বিবেচিত হবে না। (টকেটিভ বাংলা ব্লগের নীতিমালা ও শর্তাবলী)

    ১১। পোস্টে অন্য কোথাও থেকে উদ্বৃতি দিতে হলে অবশ্যই রেফারেন্সসহ দিতে হবে।

    ১২। একজন লেখকের নূন্যতম ১০টি পোস্ট পেমেন্ট এর জন্য মনোনীত হলেই কেবল তিনি “রিওয়ার্ড ক্লেইম ফর্ম” পূরণ করে টকেটিভ বাংলা কর্তৃপক্ষের নিকট পেমেন্ট এর জন্য অনুরোধ করতে পারবেন।

    ১৩। একজন লেখক পেমেন্ট পাওয়ার যোগ্য হওয়ার ৩০ দিনের মধ্যে “রিওয়ার্ড ক্লেইম ফর্ম” পূরণ করে টকেটিভ বাংলা কর্তৃপক্ষের নিকট পেমেন্ট  এর দাবি না করলে তার সমস্ত পেমেন্ট বাতিল বলে গণ্য হবে।

    ১৪। কোন পোস্ট টকেটিভ বাংলায় জমা দেওয়ার সময় ৫ সংখ্যার একটি ইউনিক কোড এবং জন্ম তারিখসহ প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করতে হবে। এই ইউনিক কোডটি প্রতিটি পোস্টের ক্ষেত্রে সব সময় একই থাকবে। পৃথক পৃথক পোস্টের জন্য পৃথক পৃথক ইউনিক কোড ব্যবহার করা যাবেনা। এই ইউনিক কোডটি লেখককে সংরক্ষণ করতে হবে। কারণ পেমেন্ট ক্লেইম করার সময় এই ইউনিক কোডটি প্রয়োজন হবে। ইউনিক কোডটি অন্যের নিকট শেয়ার করা যাবে না।

    ১৫। উপরের সকল শর্তাবলীর কোন একটি না মানলেও পোস্টটি প্রকাশিত হতে পারে। তবে সেই পোস্টটি পেমেন্ট এর জন্য মনোনীত হবে না।

    সাইটের বিষয়ে লেখক ও পাঠকদের যেকোন গঠনমূলক সমালোচনা, মতামত সাদরে গৃহীত হবে। এ সাইট আপনাদের, একে এগিয়ে নেবার দায়িত্ব আপনাদেরই।


    বিঃদ্রঃ পূর্ব  নোটিশ ছাড়াই উপরোক্ত শর্তাবলী যেকোন সময় টকেটিভ বাংলা কর্তৃপক্ষ কর্তৃক সংশোধিত, পরিবর্তিত বা সংযোজিত হতে পারে।
  • আমাদের কথা
   • অনেক ত্যাগ-তিতিক্ষা এবং অনেক জীবনের বিনিময়ে আমরা পেয়েছি এই বাংলা। পেয়েছি বাংলা ভাষা। তাই বাংলাদেশ ও বাংলা ভাষার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ হৃদয়ের গভীর থেকে। আমরা আবেগ-অনুভূতি-চিন্তা-চেতনায় ক্রমাগত মাটির গন্ধ খুঁজে বেড়াই। গন্ধ খুঁজে পার্থক্য করি বেলে-দোআঁশ-কাঁদা-পলি মাটি। এই মাটির সোঁদা গন্ধে আমাদের বেড়ে ওঠা। আমাদের কণ্ঠ মাটির কথা বলে, আমাদের কণ্ঠ এই মাটির সবুজ প্রকৃতির কথা বলে, আমাদের কণ্ঠ মাটিকে ভালবাসতে বলে। আমরা লালন করি একুশের চেতনা, আমরা লালন করি মুক্তিযুদ্ধের চেতনা। ধর্ষিতা বোনের শাড়ি আমাদের পবিত্র স্মৃতি। ৩০ লক্ষ শহীদ আমাদের পথের দিশারী। তাঁদের অসমাপ্ত পথ সমাপ্ত করার জন্য আমাদের জন্ম। লাল সবুজের পতাকার প্রতি আমরা সদা অবনত। আমরা নিরপেক্ষ নই আমরা অসুন্দরের বিপক্ষ শক্তি, অন্যায়ের বিপক্ষ শক্তি, স্বাধীনতার শত্রুদের বিপক্ষ শক্তি। আমরা প্রগতির পক্ষে, আমরা অন্ধ গোঁড়ামির বিপক্ষে।  আমরা গল্প করবো, আড্ডা দেব, তর্ক করবো, বিতর্ক করবো। আমরা প্রস্তাব দেব, আলোচনা করবো। আমরা যুক্তির কথা বলবো, আমরা গণমানুষের মুক্তির কথা বলবো।

    তবে সবই হবে বাংলায়, একে অন্যের প্রতি শ্রদ্ধা রেখে। আমরা স্বাধীনভাবে  বলবো কিন্তু বাধাহীনভাবে নয়। আমরা সত্যের সন্ধানে দান্দিক হবো। বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হবো। এই মাটির প্রতি আমাদের প্রতিশ্রুতি পালনে দৃঢ় থাকবো। আমরা কোনো কর্তৃপক্ষ নই, এই বাংলার প্রতিটি মানুষের সুন্দর স্বপ্ন নিয়েই আমরা। চর্যাপদের বুভুক্ষু পা আমরা, সুকান্ত’র চাঁদে ঝলসানো রুটি খোঁজা মানুষ আমরা। আমরা জসিম উদ্দিনের নকশী কাথার মাঠ। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর আমরা। হাজার বছরের বাঙালিয়ানা নিয়ে আমাদের পথ চলা। শুভ হোক ব্লগীং।

COMMENTS

BLOGGER
নাম

অদ্ভুতুড়ে টক,2,অর্থ ও বাণিজ্য,3,আইন আদালত,23,আইন যোদ্ধা,1,আইন শৃঙ্খলা,1,আদালতে হাতেখড়ি,5,আফসার হাসান,2,ইতিহাস ও ঐতিহ্য,3,ইসলাম,2,ঈমান,1,উপন্যস,2,এডভোকেট আজাদী আকাশ,57,এডভোকেট আনিসুর রহমান,7,এডভোকেট খোরশেদ আলম,1,এন্ড্রয়েড,1,কবিতা,22,কাজী নজরুল ইসলাম,2,খেলাধুলা,1,গল্প,8,জীবনানন্দ দাস,1,তাবলীগ জামাত,1,তৈমূর আলম খন্দকার,6,দেওয়ানী আইন,10,ধর্মীয় টক,9,নারী অধিকার,1,নির্বাচন,3,নির্বাচিত টক,14,নীরেন্দ্রনাথ চক্রবর্তী,1,প্রকৃতি,1,প্রেস বিজ্ঞপ্তি,1,ফৌজদারি আইন,16,বিজ্ঞান ও প্রযুক্তি,8,বিনোদন,2,বিবাহ,1,বিশেষ টক,7,ব্লগ,1,ভ্রমণ টক,2,মুক্ত টক,1,মোঃ মুঞ্জুরুল ইসলাম,1,যৌতুক,1,যৌন নির্যাতন,1,রবীন্দ্রনাথ ঠাকুর,3,রম্যরচনা,1,রাজনীতি,11,রীট,1,রুদ্র রায়হান,9,রুবেল রানা,1,রেসিপি,2,লাইফস্টাইল,2,শিক্ষা,4,সম্পাদকীয় টক,16,সাহিত্য,25,সুকুমার রায়,3,স্বাস্থ্য টক,4,
ltr
item
Talkative Bangla- এসো বাংলায় মাতি উল্লাসে | বাংলা সোস্যাল ব্লগ সাইট : জনসাধারণের অসুবিধা সৃষ্টিকারী উৎপাত অপসারণে আইনি প্রক্রিয়া সম্পর্কে জেনে নিন
জনসাধারণের অসুবিধা সৃষ্টিকারী উৎপাত অপসারণে আইনি প্রক্রিয়া সম্পর্কে জেনে নিন
https://2.bp.blogspot.com/-1PfuPlozyFQ/XFRkJ2vWJoI/AAAAAAAABkQ/5WGn4045PPcD6p-MLb3bmYy3n-Mx9F21wCLcBGAs/s1600/%25E0%25A6%259F%25E0%25A6%2595%25E0%25A7%2587%25E0%25A6%259F%25E0%25A6%25BF%25E0%25A6%25AD%2B%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%2582%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%2B%25E0%25A7%25AA.png
https://2.bp.blogspot.com/-1PfuPlozyFQ/XFRkJ2vWJoI/AAAAAAAABkQ/5WGn4045PPcD6p-MLb3bmYy3n-Mx9F21wCLcBGAs/s72-c/%25E0%25A6%259F%25E0%25A6%2595%25E0%25A7%2587%25E0%25A6%259F%25E0%25A6%25BF%25E0%25A6%25AD%2B%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%2582%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%2B%25E0%25A7%25AA.png
Talkative Bangla- এসো বাংলায় মাতি উল্লাসে | বাংলা সোস্যাল ব্লগ সাইট
https://www.talkativebangla.com/2019/02/Law-and-Court-public-nuisance.html
https://www.talkativebangla.com/
https://www.talkativebangla.com/
https://www.talkativebangla.com/2019/02/Law-and-Court-public-nuisance.html
true
4497219040230755502
UTF-8
সকল পোস্ট লোড হয়েছে কোন পোস্ট পাওয়া যায়নি সব দেখুন বিস্তারিত পড়ুন Reply Cancel reply Delete By প্রথম পাতা বাকিটুকু পরবর্তী পাতায় দেখুন POSTS সব দেখুন আপনার জন্য আরও টক টক বিভাগ ARCHIVE আপনি খুজছেন সকল টক আপনার অনুরোধ অনুযায়ী কোন পোস্ট পাওয়া যায়নি। দয়া করে অন্যভাবে চেষ্টা করুন অথবা প্রথম পাতায় ফিরুন Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy